নিজস্ব প্রতিবেদক:
চলতি মার্চ মাসে প্রকাশ হলো প্রিয়াংকা নিয়োগী এবং গনেশ কুলকার্নির এডিশন বই লাইব্রেরী ম্যানেজমেন্ট মেথডোলজি।তেরো টি গবেষনা পত্র দ্বারা এই বইটি প্রকাশ পেয়েছে।যা ইউনিভার্সিটিসহ গবেষণা ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে।বইটি ভারতের কারেন্ট পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির দাম ৯৯৫ টাকা।
এই বইয়ে যে সমস্ত দেশ বিদেশের লেখকদের গবেষণাপত্র স্থান পেয়েছে তাদের নাম হলো-
মুর্তাজা ইসমাইল আদাকাবা, এন.এস.হরিনারায়না,ড.বিজয়া শোভা,লুলু রাউত,ড. সর্বদা প্রধান, অভিজিৎ রাই,ড.তনুজ জেইন,এম.ডি ঘুলাম আমদানি, আফরীন,বরুন সরকার,সন্জীব সিংঘ,
চন্দ্রশেখর সি,উমেশা এম,জিগে সন্দীপন বাবা সাহেব, ড.সন্তোষ আবাজী খারাত,ভিষ্ণু ভি.এস, অরুণ চেরিয়ান আবু,ভাবনা সাইনি।
গবেষণা পত্রে যে বিষয়গুলো উঠে এসেছে তার মধ্যে হলো-
রঙ্গনাথনের ল,তথ্য ও যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রন্থাগারের কাজে পরিবর্তন,বিব্লিওমেট্রিক বিশ্লেষণ, একাডেমিক গ্রন্থাগারের ম্যানেজমেন্টের পরিবর্তন, কোভিড-১৯ এর সময় লাইব্রেরী কার্যক্রম, ডিজিটাল রিসোর্সেস, সাসটেইনেবল ডেভলপমেন্টে লাইব্রেরীযর ভূমিকা, শিক্ষা ব্যাবস্থায় স্মার্ট গ্রন্থাগারের ভূমিকা, গ্রীন লাইব্রেরী, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজিটালের ভূমিকা ইত্যাদি।