শাহজালাল সুজন
তারিখ- ২৫/০৩/২০২৪ইং
নিশিরাতে তারার মেলা
হৃদ-নদীতে ভাসে ভেলা
উথালপাতাল মনে,
নীল-গগনের মেঘে ভাসে
ঢেউ তরঙ্গে চাঁদটা হাসে
আলতো ছোঁয়া ক্ষণে।
মন মোহনায় আঁকি ছবি
ছড়িয়ে যায় উষ্ণ রবি
হিরক জ্যোতি মেখে,
হাসনাহেনা ফুলের সাথে
কাটে প্রহর জোনাক রাতে
চাঁদ বদনী দেখে।
বাজায় বাঁশি কৃষ্ণের সুরে
প্রকৃতিতে আছো জুড়ে
লতাপাতার মাঝে,
আলো আঁধার মৈত্রীর সনে
খুঁজে বেড়াই সবুজ বনে
লুকাও ভিন্ন সাজে।