বিনোদন রিপোর্ট:নাম : ফারহানা আক্তার
গান করছেন ছোটবেলা থেকেই। গানের অনুপ্রেরণা তার বাবা। রেডিও তে তালিকা ভুক্ত সহ রংপুর শিল্পকলা একাডেমিতে চারবছর মেয়াদি কোর্স সম্পন্ন করেছেন তিনি।
বর্তমানে অনার্স পড়ছেন ঢাকার পন্ডিত বারীণ মজুমদার প্রতিষ্ঠিত সরকারি সংগীত কলেজ। লোকসংগীত বিভাগে।
এবারে ২০১৮-২০১৯ সেশন এর অনার্সে সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গ্রাজুয়েশন শেষ করছেন । তার এই সাফল্যে পরিবার,বন্ধুবান্ধব সহ প্রতিষ্ঠানের সবাই গর্বিত।
স্বপ্ন ছিল তার সংগীতে গ্রাজুয়েশন করার। সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। বর্তমানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষকতা করছেন তিনি।