খন্দকার জাহাঙ্গীর হোসেন
তুমি দেহের আপন ছায়ায় প্রতিচ্ছায়ায়
পা রেখে যাও হেটে চৈত্র তপ্ত দুপুরে
ক্ষণিক বসো ভালবেসে গাছের ছায়ায়
ক্লান্ত দেহের ক্লান্তি নাও ঝেড়ে!
আপন মনে উদাস দুপুরে জোড়া ঘুঘু গান করে
বসে পাতার শীতল ছায়ায় উদাস দুপুরে
হৃদয়ে প্রেমের সুধাময় শ্বাশত গান
দেখি সূর্যালোর উজ্জ্বল্যে নির্জনতার ঐক্যতান।
দখিন সাগর হতে বহে ঝিরিঝিরি লোনা হাওয়া
পিছনে রেখে আমায় কোথায় তোমার যাওয়া
ফিরে এসো হে তন্বী ষোড়শী ফিরে এসো
দূরে সড়িয়ে দেহের ক্লান্তি পাশে বসো
তোমার জন্য এখন যদি আঁধার সড়িয়ে
ও আমার সোনার মেয়ে-
মেঘাড়ালের সোনালী আলো দিতে চাই
তখন বুঝবে আমি ছাড়া ভালবাসার কেউ নাই।।
#প্রবাসী লেখকঃ-আমেরিকা
নামঃ-খন্দকার জাহাঙ্গীর হোসেন
মোবাইল নং-০১৯১৬৫৪৪৩৫৭৬
৮৩৬৭ হানিকম্ব ওয়ে
স্যাক্রামেন্টো ক্যালিফোর্নিয়া ৯৫৮২৮ ইউএসএ
জন্মস্থানঃ-বাংলাদেশ-জেলাঃ-সিরাজগঞ্জ-বিভাগঃ-রাজশাহী