মোঃ আরফাতুল ইসলাম (সানি) চকরিয়া প্রতিনিধি:
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার জনতার উদ্যোগে গাজায় গণহত্যার ও হামলা বন্ধের দাবিতে চকরিয়ায় ওলামা ও জনতার বিক্ষোভ মিছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে জনতা শপিং সেন্টার থেকেই থানা রাস্তা মাথা দক্ষিণ করে জনতা শপিং সেন্টার এসে সমবেত হয়
এসময় বিক্ষোভ মিছিল বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতে আমীর মাওলানা কুতুব উদ্দিন হেলালি, চকরিয়া ছাত্র আন্দোলন প্রতিনিধি মোহাম্মদ জিহান ,চকরিয়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক মাসুমুল হাকিম, চকরিয়া পৌরসভা ১.২নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিল বড় ছেলে দিদারুল ইসলাম দিদার, মাওলানা শোয়াইব,কাজীপাড়া জামেমসজিদের খতিব মাওলানা জিয়াবুল,হাজ্বী ছৈয়দ আহমদ(রাঃ) মাদরাসা পরিচালক হেলাল উদ্দিন ফারুকীসহ চকরিয়া পৌরসভা ও ইউনিয়নের সকল স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাচ্ছে। এই নির্মম হত্যায় মুসলিমের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। ইসরাইলের এসব গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে জোড়দাবী তুলছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
পরে দেশ ও ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া মাোনাজাত করেন আমান পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা করিম