হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার: কালাই, জয়পুরহাট: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং গণহত্যার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কালাই আন নাজাত ফাউন্ডেশন। আজ সকালে কালাই উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বলেন, ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।
মানববন্ধনে কালাই আন নাজাত ফাউন্ডেশনের সভাপতি জনাব,মোহাম্মদ সেলিম রেজা বলেন, "আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। আমরা তাদের ওপর এই অন্যায় মেনে নেব না। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে, যাতে তারা এই হামলা বন্ধ করে।"
মানববন্ধনে অন্যান্য বক্তারাও ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে।
এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
গুরুত্বপূর্ণ বিষয়:
এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি "কালাই আন নাজাত ফাউন্ডেশন" নামক একটি সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল।
বিক্ষোভের মূল কারণ ছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং গণহত্যার অভিযোগ।
বক্তারা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে এটি বন্ধের দাবি করেছেন।
এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ