থানচি বান্দরবান প্রতিনিধি।
চাকমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও আনন্দ উৎসব বিজু। বাংলা নববর্ষ শেষ দুই দিন ও নববর্ষের দিন এই উৎসব পালন করা হয়। বান্দরবানের থানচিতে আজ প্রথমদিন ফুলবিজু পালন করা হয়েছে।
শনিবার সকালে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে চাকমাদের ফুলবিজু পালন করেছে। উপজেলা চাকমা সম্প্রদায়ের লোকজন বিজু উৎসব উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী উৎসবে আজ প্রথমদিন ফুলবিজু পালন করা হয়। এসময় রনিজ চাকমা, সমিরন চাকমা, কিরন চাকমা, কনকলতা চাকমা ও মধুমিতা চাকমা নেতৃত্বে চাকমা সম্প্রদায়ের নারী পুরুষ, যুবক যুবতী ও শিশুরাও অংশগ্রহণ করেন।
ফুলবিজুতে আজ ভোর সকালে সূর্যের আলো ফুটার আগেই ছেলেমেয়েরা ফুল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। সংগ্রহিত ফুলের একভাগ দিয়ে বুদ্ধকে পূজা করা হয় আর অন্যভাগ জলে ভাসিয়ে বর্ষ বিদায় জানানো হয়। বাকি ফুলগুলো দিয়ে ঘরবাড়ি সাজানো হয়েছে।
চৈত্র মাসের শেষ দিন ১৩ এপ্রিল পালন করা হবে মুলবিজু। এইদিন সকালে বুদ্ধমূর্তি স্নান করিয়ে পূজা করা হবে। ছেলেমেয়েরা বৃদ্ধ বৃন্ধাদের স্নান করিয়ে আশীর্বাদ নেবে। এই দিনে ঘরে ঘরে বিশেষ খাবার পাচন নামক খাবার রান্না করা হবে। বন্ধুবান্ধব আত্নীয়স্বজন বেড়াতে আসা মেহমানদের এসব খাবার দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। দিনরাত ধরে ছেলেমেয়েরা ঘুরাঘুরি করে আনন্দের মেতে উঠবেন।
বাংলা নববর্ষের ১ম দিন ১৪ এপ্রিল পালন করবে গজ্যা পজ্যা দিন। এই দিনে বিজুর আমেজে খাওয়া দাওয়া ও আনন্দের মেতে উঠবেন সকলেই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ