এ এ রানা : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯ জানুয়ারী) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৬জনকে আসামী করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাতক উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ বদরুল আমিন। সাইবার মামলা নং-৩২/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মনির কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন- ১। সিলেটের ওসমানীনগর উপজেলার ছোট ধীরারাই গ্রামের মোঃ ইলিয়াছুর রহমানের পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির নেতা জুবায়ের আহমদ (৩৫), ২। গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর (পাতিউরা) গ্রামের আছার উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা আলিম উদ্দিন (৩৪), ৩। সুনামগঞ্জের ছাতক উপজেলার শেওলাপাড়া গ্রামের নূর মোহাম্মদের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা জাবের হোসাইন (২৩), ৪। একই উপজেলার পশ্চিম রায়গড় গ্রামের মোঃ মানিক মিয়ার পুত্র ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ (২৩), ৫। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মোঃ আব্দুর রউফের পুত্র সাবেক উপজেলা বিএনপি নেতা ঈমান আহমেদ ওয়াফি (২১) ও ৬। ফেনী জেলার শান্তি কোম্পানী রোডের মৃত আবু বকরের পুত্র ও সাবেক ফেনী সরকারী কলেজ ছাত্রশিবির নেতা মোঃ ইমাম হোসেন (৩৫)।
মামলার বাদী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বদরুল আমিন বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ