লেখক?
শাহজালাল সুজন
তারিখ- ২৩/০৪/২০২৪
ফেসবুক এখন ঘরে বাইরে
সবার হাতে ফোন,
চোখে জ্যোতি কমছে নিত্য
ক্ষতি অক্ষি কোণ।
কোলের শিশু কান্না করে
ফোনের মধ্যে রয়,
মডার্ন মায়ে বায়না ধরে
নাহি স্বামীর ভয়।
ছেলে মেয়ে পড়ায় ফাঁকি
দিচ্ছে তারা রোজ,
বাবা মায়ে ফোনে থাকে
সন্তানের নাই খোঁজ।
পড়ার ছলে গেমে উঁকি
বন্ধ রেখে বই,
অল্প দিনে পরে চশমা
কারে বা আর কই।
মরণব্যাধি ধরছে রোগে
চলছে তবু বেশ,
সময় যাচ্ছে রসাতলে
কাটছে না আর রেষ।