আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে মাহাদুল লুগাতিল আরাবিয়া ফ্যাকাল্টিতে সকল বিদেশি স্টুডেন্টের মধ্যে ফ্যাকাল্টি সেরা স্টুডেন্ট ‘তারকা’ হিসেবে নির্বাচিত হয়েছেন জকিগঞ্জের মোমতাজুল ইসলাম চৌধুরী।
প্রখর মেধাবী মোমতাজুল ইসলাম চৌধুরী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের বাল্লাহ গ্রামের হাফিজ ময়নুল ইসলাম চৌধুরী ও আফিয়া বেগম চৌধুরীর সন্তান।
সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রায় ৭৪ টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে ৮০ টি ডিপার্টমেন্টের মধ্যে ২৪ ফ্যাকাল্টি রয়েছে। প্রতি বছর প্রতিটি ফ্যাকাল্টি থেকে ফ্যাকাল্টি সেরা হিসেবে মাত্র একজনকে ‘তারকা’ হিসেবে নির্বাচিত করা হয়।
যিনি নির্বাচিত হন তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গাড়ীসহ বহু মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়। এ বছর মোমতাজকে তার ফ্যাকাল্টি মাহাদুল লুগাতিল আরাবিয়ায় ডিপার্টমেন্ট সেরা রেজাল্ট এবং অন্যান্য সবকিছুর উপর ভিত্তি করে ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাকে আগামী ১ বছরের জন্য ‘তারকা’ হিসেবে মনোনীত করা হয়।
উল্লেখ্য, তার ডিপার্টমেন্টে শুধু বিদেশি স্টুডেন্টরাই পড়াশোনা করে। বাংলাদেশি ছাত্র হিসেবে এমন রেকর্ড এই প্রথম।
বিভিন্ন দেশের মেধাবী ছাত্রদের মধ্যে বাংলাদেশের হয়ে তার এই অর্জনটা দেশের জন্য গৌররের।
মোমতাজ বলেন, হারামাইন শরীফাইনের দেশ সৌদি আরবের কিং আব্দুল আজীজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাওয়াটাই ছিলো আমার জন্য পরম সৌভাগ্যের। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টদের মধ্যে ফ্যাকাল্টির সেরা হিসেবে ‘তারকা’ নির্বাচিত হওয়া আমার জন্য ছিলো একটি অকল্পনীয় স্বপ্ন। এটি আমার জন্য সহজ ছিলো না। আল্লাহর অশেষ অনুগ্রহ এবং আমার মা-বাবা, উস্তাদ ও মুরুব্বিদের দোয়ায় সেটি সম্ভব হয়েছে। আমি সকলের দোয়া প্রত্যাশী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ