মোঃ শহিদুল ইসলাম স্টাফ রিপোর্টার : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা আনোয়ার হোসেন রানা ও হযরত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরোধ থামাতে গেলে তাদের ওপর এই হামলা হয়।
এদের মধ্যে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং হযরতকে বেদম মারধর করা হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের দক্ষিণ-পশ্চিমপাশে বদ্ধভূমির অদূরে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন রানা বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১নং সহ-সাধারণ সম্পাদক ও হযরত আলী নির্বাহী কমিটির সদস্য।
জানা গেছে, ওই এলাকায় নারিকেলের ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনেই সিএনজিচালিত অটোরিকশা চালকরা তাদের স্ট্যান্ড করে সেখান থেকে যাত্রী উঠা-নামার কাজ করেন। দোকানের সামনে অটোরিকশা রাখা নিয়ে চালকদের সাথে এদিন বিকেলে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দোকানদাররা তাদের মারতে গেলে চালকরা শ্রমিক নেতাদের মোবাইল ফোনে সেখানে ডেকে আনেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ