মোঃ শহিদুল ইসলাম(স্টাফ রিপোর্টার):
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় আন্ডারপাস ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা যৌথ বাহিনী কর্তৃক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে মহাস্থান আন্ডারপাস দখল করে মৎস্য বাজার ও অসংখ্য দোকানপাট সড়ানোর নির্দেশ প্রদান করা হয়। এবং শনিবার দুপুর ২টা পর্যন্ত সকল অবৈধ ভাবে গড়ে ওঠা ব্যবসায়ীদের স্বেচ্ছায় সড়ানোর নির্দেশ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর ৩টায় বাংলাদেশ সেনা বাহিনীর বগুড়া শাখার ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে ও বগুড়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এর তত্ত্বাবধানে পুনরায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়ারুজ্জামান। এতে মহাস্থান মহাসড়কের আন্ডারপাসে মৎস্য বাজার অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড দোকানপাট মহাস্থান বাজার ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা স্থায়ী অস্থায়ী বাঁশ কাঠ ও টিনের তৈরি প্রায় ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর জায়গা মুক্ত করা হয়।
এসময় বগুড়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক জানান, দুপুর থেকেই অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে একটানা সন্ধ্যা পর্যন্ত চলবে।
তিনি আরও বলেন, দখলকারীরা যদি আবারও দখল করার চেষ্টা করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। মহাসড়কের পাশে দখলমুক্ত ও আন্ডারপাস দখলমুক্ত করায় পথচারীরা নির্বিঘ্নে চলতে পেরে প্রশাসনে প্রতি কৃতজ্ঞতা ও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এদিকে মহাস্থান বাজার দোকানীরা জানান, মহাস্থান হাট যেন তাসের ঘর। কিছু দিন পর- পর কাল বৈশাখী ঝড়ের মত আমাদের ক্ষতিগ্রস্ত করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ