হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে শিক্ষার গুণগত মান ও ছাত্র শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নের লক্ষে ছাত্র-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল দশটায় উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিসিক পরিচালক ও শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব মীর শাহে আলম এর পৃষ্ঠপোষকতায় উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড.এএসএম আমানুল্লাহ।প্রধান অতিথির বক্তব্যে ঁতিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গতি বৃদ্ধি বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।এছাড়াও নন-এমপিওভূক্ত কলেজগুলি এমপিও করণের কাজ চলছে এমনটি ঁতিনি জানান।
সমাবেশে শিক্ষার মান ও ছাত্র শিক্ষক একাডেমিক সম্পর্ক উন্নয়নে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গেস্ট অব অনার গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.জিকেএস মোস্তাফিজুর রহমান,নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহা:হাসনাত আলী।পিপিএম পুলিশ সুপার, বগুড়া জনাব জেদান আল মুসা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক জনাব আব্দুল হাই সিদ্দিক সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক জনাব রফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোকামতলা কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ এ কে এম রফিক ইসলাম,শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম, মহাস্থান মাহীসওয়ার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মতিউর রহমান, শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম রতন,পিরব ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল মতিন,বালুয়াহাট কলেজের অধ্যক্ষ জনাব আহসান কবির সহ অনেকেই।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা ও সাংবাদিক সহ বিশিষ্ট সুধিজন উপস্থিত ছিলেন।সমাবেশে অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ