মোঃ শাহাদত হোসেন (শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি):
৭ মাসের চুটানো প্রেম। ঘরবাঁধার উদ্দেশ্যে প্রেমিকা অবস্থান নিয়েছে খোদ প্রেমিক জাকারিয়া (২২) এর বাড়ীতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন প্রেমিকা কলেজ ছাত্রী ফারিহা আক্তার(১৯)।
বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বগুড়ার সারিয়াকান্দি ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা গ্রামের প্রবাসী ফরিদ উদ্দিনের কন্যার সাথে বগুড়ার সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের প্রবাসী মিঠু মিয়ার পুত্র কলেজ ছাত্র জাকারিয়া(২১) এর সাথে ৭ মাস আগে বগুড়া সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের ছাত্রী ফারিহা আক্তার (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দুপুর ২ টায় তাদের প্রেমের সম্পর্ক গাঢ় করতে প্রেমিক জাকারিয়া কে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন শুরু করে। প্রেমিকা ফারিহার অনশনের খবর পেয়ে প্রেমিক জাকারিয়ার বাড়ির লোকজন বাড়ির প্রধান গেটে তালা দিয়ে গা ঢাকা দিয়েছে। প্রেমিকা রাতভর পরের দিন বুধবার পর্যন্ত সেখানেই কাটায়। এদিকে অনশনের খবরে প্রেমিক জাকারিয়ার বাড়িতে ভিড় করছে স্থানীয়রা। অনশনরত কলেজ ছাত্রী ফারিহা আক্তার সাংবাদিকদের বলেন, জাকারিয়া আমাকে আসতে বলে বাড়ি থেকে পালিয়েছে। তিনি আরও বলেন, ৭ মাস আগে জাকারিয়ার সাথে আমার পরিচয় হয়। পরে ফেসবুকের মেসেঞ্জারে কথাবার্তা বলতে বলতে আমাদের সাথে দ্রুত প্রেমের সম্পর্ক রূপান্তর হয়। একপর্যায়ে আমাদের মাঝে গভীর সম্পর্ক স্থাপন হয়।
এ কারনে আমি অনশনে বসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমৃত্যু অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কলেজছাত্রী ফারিহা আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের( ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলেফ মোঃ আব্দুল করিম নতুন সরকার বলেন,বিষয়টি আমি শুনেছি এবং গ্রাম্য পুলিশ দিয়ে মেয়েটিকে নিরাপত্তার ব্যবস্থা করেছি। দু’পক্ষের অভিভাবকদের নিয়ে বসে দ্রুত সুষ্ঠু একটি সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।