ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় মো. নজরুল ইসলাম (৫০) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১৩’মার্চ ২০২৪ইং) সকাল ৭ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম আরব আলী ছেলে।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মকর্তা মো. নাদির হোসেন জানান, সকাল ৭ টার দিকে রাস্তার পশ্চিম পার্শ্ব থেকে পুর্ব দিকে মোটর সাইকেল নিয়ে পার হবার সময় দ্রতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তার দেহ ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।