মোঃ শাহাদত হোসেন । (বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি) :বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ডিমের খাঁচির মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ২০(বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ ০২জন মাদক ব্যবসায়ী হাতেনাতে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারওয়ার পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স।
#ঘটনার তারিখ ও সময়: ০৬/০২/২০২৫ইং ১৭:৩৫ঘটিকা।
#ঘটনা স্থল- বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর।
#উদ্ধারকৃত মালামাল- ২০(বিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ডিমের খাঁচি।
#গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- (১)মো: আনোয়ারুল ইসলাম(৪২), পিতা-মৃত আনোয়ার আলী, মাতা-মৃত রোকেয়া (২) মো: মাহাবুব ইসলাম(২০), পিতা-মো: জসিম উদ্দিন, মাতা-জোবেদা বেগম, উভয় গ্রাম-সৈয়দমোড় চুড়িপট্টি, থানা-লালমনিরহাট সদর, জেলা-লালমনিরহাট।
#পি,সি,পি,আর-ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা নাই।