মোঃ শাহাদত হোসেন (শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি):
বগুড়া সোনাতলা উপজেলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে রাশেদ মিয়া (২৭) কে সোনাতলা থানার পাকুল্লা বাজারে পূর্ব পরিকল্পনা মোতাবেক ওৎ পেতে থাকা ২০-২৫ জন সন্ত্রাসীরা দেখতে পেয়ে তাকে হত্যা করার জন্য উদ্যত হয়ে হাতে রামদা, চাকু, ইট, চাপাতি, হকিস্টিক, লাঠি, রড, দা, হাসুয়া, এসএস পাইপ এবং দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মারতে থাকলে প্রাণভয়ে তার মোটর সাইকেল ফেলে পাকুল্লা স্কুলের পার্শ্ববর্তী আব্দুল হামিদ মিস্ত্রীর বাড়ীতে আশ্রয় নিলে আসামীগন উক্ত বাড়ীর দরজা ভেঙ্গে প্রবেশ করে রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে রাশেদ মিয়ার মাথার মাঝখানে কোপ দিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি মৃত্যুবরন করে। এ ঘটনার প্রেক্ষিতে মৃত রাশেদ মিয়ার মা বাদী হয়ে সোনাতলা থানায় গত ১৭ ফেব্রুয়ারি হত্যাকারীদের বিরুদ্ধে অভিযোগ করলে একটি হত্যা মামলা রুজু হয়। সোনাতলা থানার মামলা নং-০৭ তারিখ-১৭/০২/২০২৫ ইং ধারা- ৩০২/৩৪ দঃ বিঃ। এর ধারাবাহিকতায় সোমবার ৭ এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, উল্লেখিত হত্যা মামলার ১৯ নং এজাহারনামীয় আসামী বগুড়া আদমদীঘি উপজেলার বড় জিনইর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় আজ সোমবার ৭ এপ্রিল র্যাব-১২, সিপিএসসি, বগুড়া আদমদীঘি উপজেলার বড় জিনইর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহার নামীয় ১৯নং আসামীকে গ্রেফতার করা। পবরর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিক ভাবে হত্যাকান্ডের কথা স্বীকার করে। ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য বগুড়া সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ