হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির মতবিনিময় ও প্রস্তুতি সভা ৬ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর পুরালেনের সমবায় ভবনস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা শাখার আহবায়ক রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রস্তুতি ও মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে আগামী শনিবার (৬ জুলাই) বিকাল ৫টায় সংগঠনের ত্রি-বার্ষিক সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
সভার প্রস্তাবে নির্বাচন কমিশনার হিসেবে অত্র সংগঠনের উপদেষ্টা সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, এডভোকেট মামুনুর রশীদ সহ মোট ৩ জনকে নির্বাচিত করা হয়। প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় উক্ত সংগঠনকে আরো শক্তিশালী করতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন খুবই জরুরী।
আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ হোসাইন কবিরের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, যুগ্ম আহবায়ক এম ইজাজুল হক ইজাজ, সাবেক সিনিয়র সহ সভাপতি এস এম জহুরুল ইসলাম, সাবেক সহ সভাপতি বিষু দেবনাথ, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেন, আহবায়ক কমিটির সদস্য শাহারুল ইসলাম মন্ডল, সাবেক সহ সম্পাদক আব্দুল মুক্তাদির, সাবেক দপ্তর সম্পাদক শহিদ আহমদ খান সাবের, আহবায়ক কমিটির সদস্য নুরুল আমীন খান, প্রভাষক সুলাইমান হোসাইন খান, গোলজার হোসেন নেছার, মোঃ সেলিম আহমদ প্রমুখ।