নিজস্ব প্রতিবেদক: অদ্য ১৭ই মার্চ ভৈরবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশু কিশোর কিশোরীরা অংশ গ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কবি মহলের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট কবি শেখ শাহ্ জামাল আহমদ, ছড়াকার – বাংলাদেশ টেলিভিশন রামপুরা, ঢাকা।কবি বঙ্গবন্ধুর জন্ম দিন নিয়ে কবির লেখা “খোকার জন্মদিন ” কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। উক্ত অনুষ্ঠান সুনাম ধন্য শিক্ষক বিধান দেবনাথ এর পরিচালনায়,পলাশ দেব এর উপস্থাপনায় পরিচালিত হয় অনুষ্ঠানটি। এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পিজোস দেবনাথ সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন পালন কালে বক্তাগণ বঙ্গবন্ধুর বিভিন্ন গুনের কথা উল্লেখ করে ছাত্র ছাত্রীদের এমন মানবীয় গুণাবলীর অধিকারী হতে উৎসাহিত করেন। এতে শিশু ও শিক্ষকগন বিভিন্ন সংগিত পরিবেশন করেন। জাতীয় শিশু দিবসে শিশুদের নিয়ে বিভিন্ন আনন্দ উপভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।