আজ ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিকেল তিনটায় ঢাকার আব্দুল গনি রোডস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর উসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন্ড আজিজুর রহমান বীর উত্তম এর সভাপতি কে ও বঙ্গবীর স্মৃতি পরিষদের মহাসচিব এমএ রকিব খানের প্রাণবন্ত উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফারুক ই আজম বীর প্রতীক।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায় সরকারের সাবেক উপদেষ্টা ডঃ ইফতেখার আহমদ চৌধুরী, সাবেক সচিব ও সাবেক হাই কমিশনার এ এইচ এম মোফাজ্জল করিম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ আসহাব উদ্দিন এনডিসি, বিমান বাহিনীর সাবেক সহকারী প্রদান এয়ার বাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী, সাবেক সচিব এহেসান এলাহী, ডক্টর মোস্তফা আহমেদ মোশতাক, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ, বঙ্গবীর ইমেজে ওসমানীর ভাতিজা এম এ বাসিত ওসমানী, ও ফয়সল ওসমানী প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন সৈয়দ তানজিল মুক্তাদির রাফি, হাসিনা রহমান শিমু, মনিরুল ইসলাম মনির, তালুকদার মনিরুজ্জামান, জুবায়ের আরাফাত, এম এ হাবিব রোমান, মাহবুব আলম মালু, আবুল হাসানাত কবির, আলহাজ্ব খলিলুর রহমান, জাবের আহমেদ, ইশতিয়াক চৌধুরী প্রমুখ।
বঙ্গবীর উসমানী স্মৃতি পরিষদ কর্তৃক বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরা হয় তা নিম্নে উল্লেখ করা হল।
১. রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবীর এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস পালন।
২. ১৬ ই ডিসেম্বর ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু উপস্থিত না থাকার কারণ উদঘাটনে কমিশন গঠন।
৩. পাঠ্যপুস্তকে বঙ্গবীর ওসমান এর জীবনী অন্তর্ভুক্তকরণ।
৪. বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী নামে বাংলাদেশে যেকোন একটি প্রকল্পের নামকরণ।
৫. ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করা।
৬. সিলেটে ওসমানী জাদুঘরের উন্নয়ন প্রকল্পে একটি মাল্টিপারপাস সেন্টার গঠন করা।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আলোচনা সভা শুরু হয় এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়িত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ