স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণী ওসমানীকে মরণোত্তর ‘স্বাধীনতা পদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের প্রতি অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট।
শনিবার (৮ মার্চ) এক বার্তায় এ অভিনন্দন জানান বঙ্গবীর ওসমানী ফাউন্ডেশন ও বঙ্গবীর ওসমানী গবেষণা ইন্সটিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান। তিনি বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ অর্জন হলো মহান স্বাধীনতা। আমাদের অহংকার ও গৌরবের এ স্বাধীনতাযুদ্ধে মুক্তিবাহিনীর কমান্ডার-ইন-চীফ হিসেবে ১১টি সেক্টরে সফলভাবে যুদ্ধ পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানী। মহান স্বাধীনতার ৫৪ বছর পরে হলেও তাঁকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সরকারের এ ঐতিহাসিক সিদ্ধান্তকে সমগ্র জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। -বিজ্ঞপ্তি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ