দয়াল কৃষ্ণ সানা,বিশেষ প্রতিনিধি, খুলনা:
খুলনার বটিয়াঘাটা থেকে আমিনুর শেখ নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তি বটিয়াঘাটা উপজেলার সুরখালি ইউনিয়নের গাওঘরা গ্রামের আব্দুল মালেক শেখের ছেলে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার সাংবাদিকদের বলেন ১৫ মার্চ রাতে আমিনুর শেখ তার বাড়ির পাশে ঘেরে পাহারা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা নিখোঁজ এর পরের দিন সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেন। গতরাতেও থানার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায় নি।
তিনি বলেন,সকালে গাওঘরা গ্রামের একটি বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে বিভিন্ন স্থানে পচন ধরেছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত শেষে রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যাকান্ড না অন্য কিছু।