স্টাফ রিপোর্টার
মোঃ রাশেদ বাহাদুর:
আসন্ন নারায়বগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অত্র উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাতাকাটা এলাকায় শনিবার বিকেলে অত্র ওয়ার্ডের মেম্বার আঃ মোতালিবের সার্বিক আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, ‘বন্দরের ৫টি ইউনিয়নে উন্নয়ন করতেই প্রার্থী হয়েছি। উপজেলা নির্বাচনে আমি প্রার্থী হওয়ায় এই নির্বাচনটা কি তা জানার সুযোগ পাচ্ছেন ও নির্বাচনটা উৎসবমুখর হচ্ছে। উপজেলা নির্বাচনে আপনাদের ভোটের অধিকার আমি নিশ্চিত করেছি। উপজেলা নির্বাচন যাতে না হয় সে প্রচেষ্টা ও পায়তারা আজ পর্যন্ত করা হচ্ছে। কেউ কেউ নির্বাচন ছাড়া নির্বাচিত হতে অর্থাৎ সিলেকশনে নির্বাচিত হতে পায়তারা করছে। আপনাদের দোয়ায় সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবো। মুছাপুর ইউনিয়নের ভোট ব্যাংকটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দিক। নিজের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশী সকলকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন এবং আমাকে ভোট দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করুন, আর তবেই আমার বিজয় নিশ্চিত হবে। আমাকে নির্বাচিত করে আপনাদেরকে সেবা করার সুযোগ দিন ও জনকল্যাণে কাজ করার সুযোগ দিন’।
এসময় মোঃ মোস্তফা প্রধানের সভাপতিত্বে মুছাপুর ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার আঃ মোতালিব ও বিশিষ্ট ব্যবসায়ী সুমনের সার্বিক সমন্বয়ে এবং জাতীয় পার্টি নেতা ফাহিম প্রধানের সঞ্চালনায় এসময় মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম, বিশিষ্ট সমাজসেবক সাখাওয়াত হোসেন, শাহাদাত হোসেন, সিরাজুল ইসলাম, আমির হোসেন, লুৎফর রহমান খোকন, শফিকুল ইসলাম, মুছাপুর ইউপি’র ৩নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৫নং ওয়ার্ডের মেম্বার মনির হোসেন, ৮নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব আলম, অত্র ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আঃ মান্নান, সমাজসেবক আশরাফ দেওয়ান, আক্তার হোসেন, মোছলেহ উদ্দিন, গোলজার হোসেন, রুবেল, মোমেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা ও স্থানীয় বিপুল সংখ্যক সর্বসাধারণ উপস্থিত ছিলেন।