আব্দুস সালাম মিন্টু:
নারায়ণগঞ্জ: বন্দরের মুরাদপুর এলাকায় মনিরুজ্জামান মনু(৪২) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (৭ জুন) সকালে এনসিসির ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যরা দাবি করছেন, পূর্ব শত্রুতার জের ধরে মনুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মনু একই এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
নিহত মনুর স্বজনরা জানান, সোনারগাঁয়ের কুতুবপুর মামির জানাজা শেষে শুক্রবার বেলা ১১ টার দিকে মনিরুজ্জামান মনু বন্দরের মদনপুরের মুরাদপুর নিজ বাড়িতে আসে। এসময় একই এলাকার নুরা মিয়ার তিন ছেলে মিঠু, টিটু ও মনিরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের দল মনুকে ঘর থেকে বাহির করে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে দুপুর ২ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়।
এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা বলেন, পারিবারিক কলহের জের ধরে মনিরুজ্জামানকে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষের হামলার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে ডিউটিরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা সেখানের ডাক্তারের সাথে কথা বলে জেনেছি- নিহতের শরীরে ফিজিক্যাল এসাউল্ট যা সাধারণত দেশীয় অস্ত্র ব্যবহারে হয়ে থাকে, এমন চিহ্ন দেখা গেছে। আমরা এ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ