মোঃ সৈয়দ মিয়া : স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ডের এক আওয়ামী লীগ নেতা জাহিদুল আলম মিন্টু (৩৮) নামে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
রবিবার বিকেলে তিনি দক্ষিণ মধ্যম হালিশহরের দুই নম্বর সাইট এলাকার নিজের বাসায় আত্মহত্যা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (ওসি) মনজুর কাদের মজুমদার।
মিন্টু ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বন্দর থানার ওসি জানান, জাহিদুল আলম মিন্টু নিজের বাসাতেই রবিবার বিকেল পাঁচটায় আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে যান। পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন।
বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিরকুটেও তিনি ঋণের কারণে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন এবং ঋণ গ্রস্ত সহ আরো একাধিক সমস্যা থাকলে তাও দেখা হবে বলে জানিয়েছেন থানার কর্তব্যরত পুলিশ অফিসার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ