বন্ধু বলতে আমরা এমন একজনকে বুঝি যার মাঝে আমি আমার ছায়াকে দেখতে পাই।অর্থাৎ সহজ করে বলতে গেলে আমাকে দেখত পাই। আবার , আমার মাঝে যদি সে তাকে দেখতে পাই তাহলেই কেবল আমরা পরস্পরের বন্ধু। যাকে আমরা বলি আত্মায় আত্মায় মিলন।
সংখ্যার ক্ষেত্রেও এটি সম্ভব। চলুন দেখা যাক কিভাবে ??
বন্ধু সংখ্যা(Amicable Numbers): p ও q যদি দুটি সংখ্যা হয় এবং p সংখ্যার প্রকৃত উৎপাদক (Proper Divisor) গুলোর সমষ্টি যদি q সংখ্যার প্রকৃত উৎপাদক (Proper Divisor) গুলোর সমষ্টির সমান হয় তাহলে p ও q কে পরস্পরের বন্ধু সংখ্যা (Amicable Numbers) বলে।
উদাহরণস্বরূপ ২২০ ও ২৮৪ কে পরস্পরের বন্ধু সংখ্যা (Amicable Numbers) বলে। কেননা ২২০ এর প্রকৃত উৎপাদকগুলো হলো ১, ২, ৪, ৫, ১০, ১১, ২০, ২২, ৪৪, ৫৫ ও ১১০।
এদের যোগফল = ১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০ = ২৮৪
আবার, ২৮৪ এর প্রকৃত উৎপাদকগুলো হলো ১, ২, ৪, ৭১ ও ১৪২ ।
এদের যোগফল = ১+২+৪+৭১+১৪২ = ২২০
উপরের আলোচনা থেকে স্পষ্ট, ২২০ এর মধ্যে ২৮৪ এর ছায়া বিদ্যমান এবং ২৮৪ এর মধ্যে ২২০ এর ছায়া বিদ্যমান । সুতরাং ২২০ ও ২৮৪ দুটি বন্ধু সংখ্যা।
এ রকম আরো অনেক বন্ধু সংখ্যা হলোঃ (220, 284), (1184, 1210), (2620, 2924), (5020, 5564), (6232, 6368), (10744, 10856), (12285, 14595), ( 17296, 18416), (63020, 76084), এবং (66928, 66992)।
মোঃ আব্দুল কাদের সুমন
সহকারী শিক্ষক(গণিত)
রোটারী স্কুল, খুলনা
Md. Abdul Kader Suman
Assistant Teacher(Mathematics)
Rotary School, Khulna
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ