স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে কৃষি সামগ্রী বিতরণ করেন লোহাগাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
গত ২৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার আধুনগর ৪নং ওয়ার্ড জঙ্গল কুলপাগলি ও রশিদের ঘোনা এলাকায় ভুক্তভোগী অসহায় কৃষকদেরকে কৃষি উপকরণ প্রদান করেন লোহাগাড়া কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয়ক শাহরিয়ার, কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার কৃষ্ণানন্দ রুদ্র।
ইউনিয়ন কৃষি কর্মকর্তা রবিউল হোসেনের অনুষ্ঠান পরিচালনায় স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, সাংবাদিক তৌহিদুল ইসলাম কায়রু, সাংবাদিক শাহজাদা মিনহাজ, নুরুল কবির, মাস্টার জকরিয়া প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম জানান, সম্প্রতি দেশে ভয়াবহ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে অধিক পরিমাণ কৃষকদের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সহায়তার হাত বাড়িয়ে জাতিসংঘ কর্তৃক পরিচালিত খাদ্য ও কৃষি সংস্থার সহায়তায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে। তাতে কৃষকেরা দ্রুত সময়ে ঘুরে দাঁড়াতে পারবে। তিনি আরো জানান, এই এলাকায় ৪টি গ্রুপে সর্বমোট ১৩০ জন কৃষক পরিবারকে এই সহায়তা প্রদান করছি।
উপকার ভোগী এক কৃষক বৃদ্ধ শামসুল আলম সাংবাদিকদের বলেন, সম্প্রতি বন্যায় আমার অনেক কষ্টে ফলানো ফসল গুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে। আজকে প্রাপ্ত কৃষি উপকরণগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা ভাল ফলন পেতে পারি। তার জন্য আমরা জাতিসংঘ এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ