মোঃশাহেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার।
কক্সবাজারে বন্যা কবলিত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ফ্রী হেলথ্ চেকআপ ক্যাম্পের আয়োজন করেছে
হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এর অধীনে পরিচালিত হোপ ফাউন্ডেশন হাসপাতাল।
শুক্রবার সকালে রামু উপজেলার চেইন্দাস্থ হোপ হাসপাতালে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ৫ শতাধিক গর্ভবতী মা, মহিলা, শিশু ও পুরুষ রোগীকে এই ফ্রি হেলথ্ চেকআপের পাশাপাশি ফ্রী ঔষুধপত্র দেয়া হয়।
শুক্রবার সকালে হোপ ফাউন্ডেশন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান এই ফ্রী মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন দেশের যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে হোপ ফাউন্ডেশন সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যৎ ও যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে হোপ ফাউন্ডেশন মানুষের পাশে থাকবে।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বক্ষণিক তদরকি করেন হোপ হসপিটালের চীপ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ নুর ইসলাম ও হোপ হসপিটালের চীপ সার্জন ও সিনিয়র কনসালটেন্ট ডাক্তার নৃন্ময় বিশ্বাস এবং হাসপাতালের চীপ প্রশাসক একেএম জহিরুল ইসলাম সহ প্রমূখ।
ফ্রী এই চেকআপ ক্যাম্পিং এ স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা "তারুণ্য ব্লাড ডোনারর্স সোসাইটি"।
অন্য দিকে রোগীরা ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষুধপত্র পেয়ে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন হোপ হাসপাতালকে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ