বিশেষ প্রতিনিধি পাথরঘাটা উপজেলা:
জানা যায়, বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর রাতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের গাববাড়িয়া এলাকায় এএসআই ওয়াসিম এর নেতৃত্বে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি হরিণের চামড়াসহ তিন চোরাকারবারিকে আটক করেন। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার চরদুয়ানি ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানি গ্রামের ২নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে আবুবকর (২১), জাহাঙ্গির আকনের ছেলে ফিরোজ আকন( ২৬), দক্ষিণ জ্ঞানপাড়া ৬নং ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে মহিবুল্লাহ হাওলাদার (১৯)।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি চরদুয়ানি ইউনিয়নে সুন্দরবন থেকে আনা হরিণের মাংস বেচাকেনা হচ্ছে। তাৎক্ষণিক পাথরঘাটা থানার একটি টিম আনুমানিক (৩.৩০ মি) এর দিকে অভিযান চালিয়ে হরিণের চামড়া সহ তিন চোরাকারবারিকে আটক করেন। এবং এদের কাছ থেকে জানা যায়, তাদের টিম লিডার পলাতক আবু বক্কর এর নেতৃত্বে এই কাজ করা হয়। উদ্ধারকৃত হরিণের চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।