বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ফুলজুরি বাজার ভোটকেন্দ্র ও ফুলজুরি বাজারের সার্বিক খোঁজখবর নেন। বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো:রফিকুল ইসলাম ও পুলিশ সুপার আব্দুস সালাম। এ সময় তারা বাজারের সকল শ্রেণীর ভোটারদের কাছে জানতে চান, ভোট প্রয়োগে কারো কোন হস্তক্ষেপ আছে কিনা। যদি থেকে থাকে, তাহলে সাথে সাথে প্রশাসনকে জানাতে বলেন। এবং সকল শ্রেণীর ভোটারদের অনুরোধ করেন, তারা যেন ৭ জানুয়ারি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এবং সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দেন। কেন্দ্র পরিদর্শন শেষে ফুলঝুরি পুলিশ ফাঁড়ি, খেয়াঘাট, লঞ্চঘাট, ফুলঝুরি বাজারের স্বাস্থ্য ক্লিনিক সহ বাজারের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি সহ অত্র বাজারের প্রবীণ ব্যবসায়ি বৃন্দ।