বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনা জেলায় পাথরঘাটা উপজেলার ৯নং ওয়ার্ডে আগুনে পুড়ে ছাই হয়েছে অনেকগুলো দোকান।
বুধবার ভোর ছয় ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়দের মাধ্যমে জানা যায় ফজরের নামাজের পরে হটাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এখনো জানা যায়নি কিসের মাধ্যমে অগ্নিকাণ্ড সূত্রপাত ঘটে। আগুন লাগার খবর পেয়ে বাজারে ছুটে আসেন দোকানিরা। অনেকটা ঝুঁকি নিয়ে দোকান থেকে মালপত্র বের করতে দেখা যায় তাদের। অনেকের নগদ টাকা পুড়ে যাওয়ায় হাহাকার করতে দেখাযায় তাদের । পরবর্তীতে ফায়ার সার্ভিস খবর পেয়ে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণের আনার জন্য ঘটনাস্থানে পৌঁছায় । ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায়৩-৪ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অনেক দোকান পুড়ে ছাই হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, জানতে চাইলে, অগ্নিকান্ডের শিকার মিষ্টির দোকানদার, বিবেক চন্দ্র ডালি বলেন আজ ভোররাতে হঠাৎ ছয়টা থেকে সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা সূত্রপাত হয় দুইটি খাবার দোকানের পিছনের দিক থেকে। সে জানায় কারেন্ট ও গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে । একসাথে থাকা দশটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনের চাপ এ তো প্রখার ছিল যে, তারা কোন মালামাল উদ্ধার করতে পারেনি। এদিকে ফায়ার সার্ভিসের ইউনিট জানিয়েছেন আগুনের সূত্রপাত মূলত কোথা থেকে হয়েছে তা এখন পর্যন্ত পাওয়া যায়নি । অগ্নিনির্বাপণের কাজ শেষ করে তারপর এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।
৷
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ