বরগুনা প্রতিনিধি।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা কাউন্সিলের (সাবেক বোর্ডের) অধীনে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন ও সার্জারি (ডিএইচএমএস) কোর্সের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ১ নভেম্বর, ২০২৪ শুক্রবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত।
এই ভর্তি পরীক্ষায় সর্বমোট ৫৯ জন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার জন্য আবেদন করেন।সেই আবেদনের আলোকে উক্ত কাউন্সিল থেকে প্রশ্নপত্র কেন্দ্রে প্রেরন করেন, এবং এই পরীক্ষার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে থেকে ৪ বছর মেয়াদী এই কোর্সে ভর্তির জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে বলে জানাযায়।
উক্ত ভর্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: আবুল কালাম আজাদ, এবং কক্ষ পরিদর্শকে ছিলেন ডা: কায়সার উদ্দিন,ডা: ফয়সাল হাসান ও ডা:মোয়াজ্জেম হোসেন।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ডা:ছগির হোসেন বলেন ডিএইচএমএস কোর্সে হোমিও মেডিসিন, মানবদেহ, ফার্মেসি, মাতৃ ও শিশুস্বাস্থ্য, সার্জারি ইত্যাদি বিষয়ে শিক্ষাদান করা হয়, যা শিক্ষার্থীদের হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম করে তোলে।
এই কোর্সটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হোমিও চিকিৎসক হিসেবে কাজের সুযোগ পান, পাশাপাশি ব্যক্তিগতভাবে চেম্বার পরিচালনাও করতে পারেন। ধীরে ধীরে হোমিওপ্যাথিক চিকিৎসার চাহিদা বাড়ায় এই ডিগ্রির জনপ্রিয়তাও বেড়েছে।
ভর্তি পরীক্ষার সমাপ্তি উপলক্ষে কেন্দ্র সচিব বলেন, “এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, যোগ্য শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। সকল পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় আমরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও এমন ধরনের পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর।”
এছাড়া কেন্দ্র সচিব আরও বলেন, পরীক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে বিশেষ নজরদারি ও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিলো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ