জেলা প্রতিনিধি বরগুনা।
বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন ক্রোক এলাকা হইতে ৮ কেজি গাঁজা ও ৫০প্যাকেট চা পাতা সহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ।
শৃঙ্খলা-নিরাপত্তা-প্রগতি” এই স্লোগানকে ধারন করে পুলিশ, যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করায় বদ্ধ পরিকর। নবাগত পুলিশ সুপার বরগুনা জনাব মো. রাফিউল আলম পিপিএম-সেবা এর নির্দেশনায় মাদক নির্মুলে বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায়, অদ্য ১৩/০৬/২০২৩ খ্রি. তারিখ শনিবার রাত অনুমান ৮.০০ ঘটিকার সময় পুলিশ সুপার বরগুনা, মহোদয়ের নির্দেশক্রমে সদর সার্কেল বরগুনা ও সদর থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় বরগুনা সদর থানার একটি চৌকস আভিযানিক দল এসআই মোঃ সোহেল রানা ও এসআই মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন বরগুনা-নিশানবাড়িয়া রুটে ক্রোক স্লুইজ এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে ধৃত আসামী মোসা: কাকলী আক্তার (৩২), স্বামী: বেল্লাল বয়াতি, পিতা- মোঃ শাহ আলম, মাতা: মোসা: হনুফা বেগম, সাং- মাইঠা, থানা-বরগুনা সদর, জেলা- বরগুনা'কে আটক করে। ধৃত আসামীর কাছ থেকে ৮ কেজি গাঁজা যার অবৈধ বাজার মূল্য অনুমান ৪(চার) লক্ষ টাকা এবং একটি বাটন মোবাইল ও ৫০ প্যাকেট চা পাতা উদ্ধার করতঃ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে একজন মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিং সূত্রে জানা যায় ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজুসহ সকল আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ