গৌরনদী প্রতিনিধি: মো: শাহারিয়ার পার্থ,
বরিশালে গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় জয় লাভ করেন মো: মনির হোসেন মিয়া। গৌরনদী উপজেলার ৬৯ টি কেন্দ্রে মো: মনির হোসেন মিয়া কাপ পিরিচ মার্কায় মোট ৪০৪৪৩ টি ভোট পান এবং মো: হারিসুর রহমান মোটরসাইকেল মার্কায় পান মোট ৩৬৯২৪ টি ভোট। এছাড়া গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো: ফরহাদ হোসেন মুন্সী টিউবওয়েল মার্কা মোট ৪৮৪০৪ ভোটে জয় লাভ করেন এবং গৌরনদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার হাঁস মার্কা মোট ৩০৬১৩ ভোটে জয় লাভ করেন।।