তারিখ, ২৫ শে মার্চ ২০২৫ইং রোজ মঙ্গলবার,
স্থান : জাতীয় প্রেস ক্লাবের সেগুনবাগিচায় হোটেল মেট্রো লাউজে পালিত হয়,
প্রধান অতিথিঃ জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় ,,
প্রধান আলোচক : এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাননীয় চোয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপি,
সভাপতি : লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সভাপতি, জাতীয় নাগরিক ফোরাম (জিনাফ) এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্বা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,
উক্ত ইফতার দোয়া মাহফিলে দেশ ও জাতির জন্য শান্তি রহমত উন্নয়নের জন্য দোয়া করা হয়েছে, এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করা হয়েছে, দলের সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়েছে,বেশীরভাগ সম্মানিত বক্তব্য উছে এসেছেন যে, বর্তমান উপদেষ্টা মণ্ডলী সরকার যেন খুব শিগগিরী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করেন,, প্রধান অতিথি বক্তব্য বলছেন আমরা যাঁরা বিএনপি রাজনীতি করি বিএনপিকে ভালবাসেন রাষ্ট্র নায়ক প্রেসিডেন্ট শহীদ জিয়াকে ভালবাসেন এবং আমাদের আগামী রাষ্ট্র তারেক জিয়াকে ভালবাসেন, অবশ্যই আপনারা প্রতিহিংসা শুএুতা জুলুম নির্যাতন করবেন না কারো উপর, কারোর গাড়ি বাড়ি মাজার খানকা মসজিদ মাদ্রাসা মন্দীর ভাংচুর করবেন না করতে দিবেন না, সে দলেরই হউক বা যেই ধর্মের হউক আমরা সকলেই মিলেমিশে দেশ জাতির সমাজকে সুন্দর শান্তিপূর্ণ উন্নয়ন দেশ গড়ে তুলতে হবে,এটা দেশের সকলের দায়িত্ব কর্তব্য,
আর যাঁরা অপরাধ দূর্নীতি চাঁদাবাজ সন্তাসি জুলুম নির্যাতন হত্যা করছে এবং করছে দেশে সমাজে জাতির মধ্যে অশান্তি ফেতনা ফেসাদ সৃষ্টি কারী তাদের বিরুদ্ধে আইন প্রশাসন আছে তাঁরা ব্যবস্থা নিবে, আপনারা নিজের হাতে আইন তুলে নিবেন না এবং কোন প্রকার চাঁদাবাজি দখল বানিজ্য করবেন না এবং যাঁরা চাঁদাবাজি দখল বানিজ্য করছেন তাদের ব্যপারে রাষ্ট্র নায়কের কাছে অভিযোগ আছে,যাঁরা এখোনও অন্যায় অনিয়ম কাজে লিপ্ত আছেন পরিশুদ্ধ হয়ে যা , সময় মতন দল থেকে বাতিল পড়ে যাবেন, ভাল নেতার প্রয়োজন ভাল মানুষ প্রয়োজন মানবতার শান্তির প্রেমিক দেশ প্রেমিক জাতির প্রেমিক উন্নয়ন প্রেমিক মানুষ প্রয়োজন বর্তমান দেশে ভাল মানুষের অভাব, এবং বিএনপি সকল নেতৃবৃন্দকে বলেছেন সকলেই মিলেমিশে জনগণের পাশে থাকেন, জনগণের ভালবাসা অর্জন করেন, যেন আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে আমাদেরকে জয়যুক্ত করেন এবং জনগণ ক্ষমতা দিয়ে দেশ জাতির মানবতার নিঃস্বার্থ নিবেদিত শান্তির বার্তা মাধ্যমে সাম্প্রতিক বিনিময়ে, দেশ ও জাতির সেবা করার সুযোগ করে দেন, সেই লক্ষে কাজ করুন,,
উপদেষ্টা :
টুয়েন্টি সিক্স চ্যানেল,
চেয়ারম্যান
বাংলাদেশ ব্যবসায়ীক ও জনকল্যাণ ফাউন্ডেশন
সাধারণ সম্পাদকঃ
বৃহত্তর কুমিল্লা বিভাগ ইলেকট্রিক্যাল বিজনেস ফাউন্ডেশন,
মোঃ নাছির উদ্দীন নাছিম মোল্লা