মহসিন আলম মুহিন
এসেছিল সবার মাঝে, এসেছিল সাথে শুভক্ষণে,
নবরূপে সেজে আনন্দ হর্ষে-“নববর্ষ”-আগমনে।।
মিনিট, সেকেন্ড, ঘন্টা, শেষে আজকে বিদায়ের পালা,
আনন্দ সাথে এনেছিল যেমন, দুঃখেরও শত জ্বালা।।
রোগ, শোক, যুদ্ধ, হিংসা-বিদ্বেষ, কত মারামারি হানাহানি,
আবার, ভালো অর্জন কিছু এনেছিলো-তাও সকলেই মানি।।
অনেক দেশ শেষ! দেশের শাসকের ক্ষমতা গেলো চলে,
কেহ মসনদে আসে জনতার চাওয়ায়-কেহবা কৌশলে।।
শয়তানের পরশে, যুদ্ধের খায়েশে, পণ্যের বাজার চড়া,
কত তাজা প্রাণ ঝরলো অকালে, রক্তাক্ত এই বসুন্ধরা।।
কোন পরিবারে এসেছে নতুন মুখ-আনন্দে তারা হাসে,
নবজাতক, নব-দম্পতির আগমনে, কেহ খুশীতে ভাসে।।
আবার চিরতরে-চিরনিদ্রায়, শায়িত কত সোনা মুখ,
তাদেরে হারায়ে দেশ পরিবারের-ভেঙে চৌচির বুক।।
ব্যবসার প্রসার ঘটেছে কারো, কারো উল্টে গেছে গণেশ,
কারো আবার ভাগ্য খুলেছে খোদার কৃপায়, কারোটা আবার শেষ।।
সুখ-শান্তি, উদয়-অস্ত করে কেটে গেছে ‘সব দিন-রাত্রি,
চলতি বছরের সূর্য ডুবেছে, তাই সে আজ বিদায়ী যাত্রী।।
ইতিহাসের পাতায় স্থান নিলো এ বছরের যত ছিলো লয়-তাল,
নতুনের আগমন, পুরাতন স্মৃতির পাতায়, নতুন সূর্য, নতুন সকাল।।
পুরাতনের বিদায়, নতুনের আগমন, নতুন হিসাব নিকাশ,
পৃথিবী হোক মানব মানবতার, সুন্দর হোক সকল নিবাস।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯