মোঃ নুর নবী, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাহরাইন শাখার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস ছবুরের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন যুবলীগ বাহরাইন শাখা। সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহপরান মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাইন আওয়ামীলীগ সভাপতি শাহজালাল। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুবলীগের যুগ্ম সম্পাদক এমরান হোসেন সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম এ হাশেম,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বাহারাইন। শাহাবুদ্দিন চৌধুরী, সহ-সভাপতি যুবলীগ বাহরাইন। সরিফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ, সারোয়ার হোসেন, রুবেল, শরীফুল, শাহাবুদ্দিন, হুমায়ুন, সেলিম আহমেদ,মোঃ মিজান, মাসুদ ভূইয়া, জালাল মুন্সি, ফরহাদ গাজী প্রমুখ।