মোঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ।
১৭ রমজান মঙ্গল বার ১৮ মার্চ ২০২৫ নড়াইল জেলা শাখার উদ্যোগে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনে মাহে রমজানের শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল নড়াইল মাদ্রাসাতুত তাহাফিজ নড়াইল সদরে অনুষ্ঠিত হয়।
শাখা সম্পাদক সংগঠন মাওলানা শফিউল আলমের পরিচালনায় ও শাখা সভাপতি হাফেজ মোঃ জাকারিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক মুফতি শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহসিন উদ্দিন। ও খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহ-সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী।
আরোও বক্তব্য রাখেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সহ সভাপতি মুফতি অহিদুজ্জামান, ইসলামী যুব আন্দোলন নড়াইল জেলা শাখার সহ সভাপতি মাওঃ আব্বাস আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলার সভাপতি, হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা উপজেলার বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
নড়াইল জেলার প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান সাহেবের দুআ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।