বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই তিন কর্মকর্তা হলেন মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান, এবং সেলিম মো. জাহাঙ্গীর। ৩১ ডিসেম্বর, মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন, সেলিম মো. জাহাঙ্গীর পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন এবং ওয়াই এম বেলালুর রহমান পুলিশ টেলিকমে কাজ করছিলেন।
এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে আরো বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান, এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিনসহ আরও কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন।
এছাড়া, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য, ঢাকায় সংযুক্ত শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, ঢাকায় পুলিশ টেলিকমে কর্মরত উপমহাপরিদর্শক (ডিআইজি) বশির আহমাদ, এবং ঢাকায় সংযুক্ত পুলিশ সুপার মিজানুর রহমানসহ আরও কিছু পুলিশ কর্মকর্তা অবসরে পাঠানো হয়।
এ সকল সিদ্ধান্ত সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে গৃহীত হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ