বিকাল বার্তা প্রতিনিধি>>
২৪/১১/২০২৪ তারিখে এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা, মএর সভাপতিত্বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ০৩ টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ এ অংশগ্রহণকারী আয়ারল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল ও বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সিলেট সফর উপলক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি, অতিরিক্ত দায়িত্বে ডিবি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) ইমাম মুহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) বি. এম.আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাস, ডিজিএফআই এর সহকারী পরিচালক
শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি সিলেট এর সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, এনএসআই সিলেট প্রতিনিধি বি.এম শাহরিয়ার মজিদ, র্যাব-৯ এর উপ-সহকারী পরিচালক শিমুল দাস, সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আলম, এমএজি ওসমানী মেডিকের এর কো- অর্ডিনেটর ডা.মো. আতিকুল ইসলাম ইমু, সিভিল সার্জন সিলেট প্রতিনিধি ডা.স্বপ্নীল সৌরভ রায়, এমও(সিএম), ভেন্যু ম্যানেজার, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট জয়দীপ দাস, বিসিবি এর এক্সিকিউটিভ সিকিউরিটি আরিফুর রহমান, বিদুৎ উন্নয়ন বোর্ড এর উপ-বিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ তারেক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নেজামুল ইসলাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (ইমিগ্রেশন) এর পরিদর্শক মোস্তফা নূর-ই-বাহার, ফায়ার সার্ভিস সিলেট এর ফায়ার পরিদর্শক সালাউদ্দিন, ম্যানেজার, হোটেল গ্র্যান্ড সিলেট এন্ড রিসোর্ট এর প্রতিনিধি এসএম মশিউজ্জামান, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত সমন্বয় সভায় খেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রতিনিধিবৃন্দ যার যার মতামত উপস্থাপন করেন। পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত প্রকাশ করেন। তিনি এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন। খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।