মৌলভীবাজার প্রতিনিধিঃ
বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখা ও থানা শাখার আয়োজনে (৩১মার্চ রবিবার) বিশাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বাউল সমিতির জেলা সভাপতি শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা
বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখা উপদেষ্টা জনাব আমিরুল ইসলাম আমির,উপদেষ্টা জালাল আহমেদ টিপলু উপদেষ্টা সিফার আহমেদ চৌধুরী লিটন উপদেষ্টা সুহেল আহমেদ চৌধুরী, গীতিকার ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি সাগর আহমেদ রাসেল(সাংবাদিক)। সভাপতি শেখ জাহাঙ্গীর সহ সভাপতি কাইদ আমিরী, সহ সভাপতি বাউল মোস্তফা, সহ সভাপতি সুরনজিত সুরন,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহাদুজ্জামান দয়াল ভুইয়া।
সাংগঠনিক সম্পাদক বাউল ফয়ছল ফকির, সদর উপজেলা সভাপতি গীতিকার বাউল মুহিত, সাধারণ সম্পাদকদপ্তর সম্পাদক মোঃ আলী
সাংস্কৃতিক সম্পাদক রথীদ্র বিশ্বাস রথী কোষাধ্যক্ষ আব্দুল আলীম
,জেলা কমিটি
যুগ্ন সাধারণ সম্পাদ গীতিকার বদরুল আলম চৌধুরী,এম ডি আজাদ প্রমুখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।