টিপাইমুখে দেশের স্বার্থ পরিপন্থী বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক নতজানু ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনার রোষানালে পরে সিলেটবাসীর প্রিয় নেতা এম. ইলিয়াস আলী গুম হয়েছিলেন। আমরা বিগত ১৩টি বছর থেকে তাকে ফিরে পাওয়ার আন্দোলনে রত রয়েছি। আমাদের বিশ্বাস ছিলো ২০২৪ এর ৫’ আগষ্ঠ ছাত্রজনতার গণঅভ্যূত্থানে হাসিনা রেজিমের পতনের পর আমরা আমাদের প্রিয় নেতার সন্ধান পাব। ইতিমধ্যে অনেকেই গুম নামক আয়নাঘর থেকে বেরিয়ে আসলেও আমরা ইলিয়াস ভাইয়ের বর্তমান অবস্থান কি তার সুষ্পষ্ট সদুত্তর এখন ও পাইনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে আমাদের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী কোথায়, কি অবস্থায় রয়েছেন, তার সুষ্পষ্ট সদুত্তর চাই।