দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
বাগেরহাট শহরের দশানি এলাকার একটি ভাড়া বাসায় শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) অভিযান চালিয়ে ১৬ লাখ জাল টাকা সহ একজনকে গ্রেফতার করেছে। এ সময় জাল টাকা তৈরীর সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবক ফয়সাল ইউসুফ (৩০) বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের বারোদাঁড়িয়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে।
উদ্ধারকৃত জাল টাকার মধ্যে ১৫ লাখ পাঁচশত টাকার নোট এবং বাকি ১ লাখ একশত ও দুইশত টাকার নোট রয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মো: রাসেলুর রহমান সাংবাদিকদের বলেন ছয় মাস আগে বাগেরহাট শহরের দশানি এলাকার কামাল নামের এক ব্যক্তির বাড়ির ষষ্ঠ তলা ভাড়া নেন ফয়সাল ইউসুফ। এই বাড়িতে সরঞ্জাম বসিয়ে ফয়সাল ইউসুফ জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে এই গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযানে যায়। সেখানে অভিযান চালিয়ে পাঁচশত, একশত ও দুইশত টাকার জাল নোট নিয়ে মোট ১৬ লাখ টাকা সহ জাল টাকা তৈরীর সরঞ্জামাদি জব্দ করেন। এ সময় পুলিশ ফয়সাল ইউসুফকে গ্রেফতার করেছে। ঈদকে সামনে রেখে এই চক্রটি জাল টাকা তৈরি করে বাজারে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে তা জানতে ফয়সালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।