আবদুর রউফ আশরাফ ॥ বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আগামীর প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে রবিবার (১৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মোস্তফা মিয়া, কারিতাস এনজিও অফিসার মিঠুন আন্তনী দিও প্রমুখ। এছাড়া সাংবাদিক, ফায়ার সার্ভিস ও বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, বজ্রপাতে মৃত্যুর ঘটনা দিনদিন বেড়েই চলেছে। আর এসব থেকে বাচঁতে সরকার ও বিভিন্ন এনজিও’র মাধ্যমে হাওড়ে বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হচ্ছে। এসব মূল্যবান যন্ত্র দেখে রাখার দায়িত্ব সকলের। বজ্রপাতে করণীয় বিষয়ে এলাকাবাসীকে সচেতন করার লক্ষে নিয়মিত স্কুল কলেজসহ গণজমায়েত হয় এমন স্থানে প্রচারণা করতে হবে। তিনি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। আলোচনা সভা শেষে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ