মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃহবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৮মে) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, আহাদ মিয়া, আরফান উদ্দিন, জয়কুমার দাশ, ফরিদ আহমদ,মাসুদ কোরানী মক্কী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়্রাম্যান রেখাছ মিয়া প্রমুখ। এছাড়া বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুসরাত ফেরদৌসী, প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, ইএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।