আবদুর রউফ আশরাফ ॥ “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা করি” এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় একটি র্যালি সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সিনিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায় প্রমুখ। এছাড়া ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব, সহকারি সিনিটারি ইন্সপেক্টর সাদিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেছেন, প্রতিবছর বিশ্বজুড়ে ৩১ মে কে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সাল থেকে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। যেসমস্ত বস্তুর ব্যবহার বাদ দিলে অকাল মৃত্যুর ঝুঁকি হ্রাস করা যায় তামাক এর মধ্যে শীর্ষে। যত লোক তামাক ব্যবহার করেন তার প্রায় অর্ধেকের ও বেশী তামাকের ক্ষতিকর প্রভাবে মৃত্যুবরণ করেন। অকাল মৃত্যু রোধে সকলকে তামাক দিয়ে তৈরী যাবতীয় পন্য পরিহার করার আহবান জানিয়েছেন তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ