আবদুর রউফ আশরাফ ॥ তীব্র শীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল তুলে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বানিয়াচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকল বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন তিনি। এময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র তোলে দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। বীর মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এ সময় ২০৫ জন বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব বড় বান্দ এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে থাকা ৩শ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেন । তিনি এসময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের উপকারের জন্য সহযোগীতা করে থাকেন। শীতের সময় তাদের শীতবস্ত্র, বিশেষ দিনে চাল, ডাল দিয়ে সহযোগীতা করে থাকন। এই সরকার ক্ষমতায় আসার পরে দেশের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন।কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মলয় কুমার দাসসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।