কাইথাং খুমী
থানচি (বান্দরবান) প্রতিনিধি বান্দরবানের থানচিতে প্রেসক্লাব কর্তৃক আয়োজনের জেলা ও উপজেলা কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে থানচি উপজেলা শীল ঝিঁরি নামক স্থানের আম বাগান এলাকার গেট টুগেদার ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী ২৪) গেট টুগেদার অনুষ্ঠানের থানচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব মংবোওয়াংচিং মারমা (অনুপম) তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বলি পাড়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াঅং মারমা। উপস্থিত সকলকে উপহার সরুপ কলম, মগ ও গেঞ্জি বিতরণ করা হয়। অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ৩৬১নং থাইনক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ জেলা প্রতিনিধি ও বান্দরবান জেলা রিপোর্টটাস ইফনিটি সভাপতি মংসানু মারমা, গাজি টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসহাদ, একুশে টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম টিটু, ৭১টিভি জেলা প্রতিনিধি মোহাম্মদ জহির রায়হান, যমুনা জেলা প্রতিনিধি বাতিং মারমা, দৈনিক যায়যায়দিন ও দীপ্ত টিভি জেলা প্রতিনিধি ক্যমুইঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, হ্লাছোহ্রী মারমা, রুমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা, ফরিদুল ইসলাম, বাংলাদেশ বেতার বান্দরবান লামা উপজেলা প্রতিনিধি মংছিংপ্রু মারমা, আজকের পত্রিকার প্রতিনিধি এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, যুগান্তর পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব, বান্দরবান জেলা ইউপি সচিব সমিতি সাংগঠনিক সম্পাদক বলি পাড়া ইউনিয়ন সচিব মংঙৈসিং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক চহ্লামং মারমা, প্রচার সম্পদক চিংথোয়াইঅং,কাইথাং খুমী মথি ত্রিপুরা, থুইমংপ্রু মারমা, হিমংপ্রু মারমা প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে জনাব, জিয়াঅং মারমা বলেন-সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া
সাংবাদিকদের আয়না হিসেবে অভিহিত করে হয়। সুতরাং দেশ ও জাতির কল্যাণের স্বার্থে সংবাদ পরিবেশন করার আহবান জানান তিনি। সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন। সাদাকে সাদা কালো কে কালো বলবেন। দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন অনুভূতি মত প্রকাশ করেন তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ