দেবাশীষ মজুমদার ( দিপু ) অনিয়মের বেড়াজালে চলছে পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ এর পাশে ঘরে উঠা আবাসিক হোটেল একতা আবাসিক হোটেল একতায় গিয়ে দেখা যায়। তাদের নিজেদের বানানো নিয়মাবলি লাগানো আছে কিনতু নেই থানা থেকে দেয়া আবাসিক হোটেল এর নিয়মাবলি প্রতিদিনের রেজিস্ট্রেশন খাতায় নেই সম্পর্কের পরিচয়।
সরেজমিনে দেখা মিলে আবাসিক একতার রুম গুলো তে প্রায় দুই জন করে আছে একজন ছেলে ও একজন মেয়ে। তাদের অধিকাংশ দের নেই রেজিস্ট্রেশন খাতায় সম্পর্কের নাম এবং ভোটার আইডি। গণমাধ্যমের কথা শুনে হোটেলে দায়িত্বে থাকা লোকজন হোটেল এর রুমের ভিতর প্রবেশ করতে নিষেধ করেন। এবং হোটেল মালিক সবুজ কে ডাকেন, সবুজ এসে জানতে চায় কেনো আসা হয়েছে তখন তার কাছে হোটেলের রেজিস্টার খাতায় সম্পর্কের কথা উল্লেখ নেই এবং থানা থেকে দেয়া নোটিশ ভোট নেই অনেক ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের নাম্বারও নেই কেনো জানতে চাইলে তিনি বলেন। মাত্র তিন মাস হয় হোটেল চালু করা হয়েছে এবং থানা থেকেও এসেও যায় অনেকে কেউ কখনো বলেনি এসব তাই তিনি এসবের চিন্তা ও করেন না এবং তিনি নতুন তেমন কিছু বুজেন না। বলে গণমাধ্যমদের নিয়ে নিচে চলে আসেন ঠিক তার ঘন্টা খানিকটা পরে একতা আবাসিকের পাশেই আবাসিক হোটেল বি-বাড়িয়া তে গিয়েও দেখা মিলে একতা আবাসিক হোটেল এর সবুজ কে তখন তিনি নিজেকে প্রমাণ করলেন তিনি সব আইন এই জানেন কিন্তু কি হবে সেটা তিনি দেখবেন আর সাংবাদিকদের নিউজ বর্তমানে কেউ পড়ে না আপনারা নিউজ করতে থাকেন আমরাও ভিন্ন টেকনিক জানি বলেন সবুজ এবং সেই পরিচালনা করেন হোটেল বি বাড়িয়া ও হোটেল একতা
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ