দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণার বারহাট্টায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কংস থিয়েটারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী ঘোষনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, সম্মাননা প্রদান ও নাট্যানুষ্ঠান।
সোমবার কংস থিয়েটারের আয়োজনে কংস থিয়েটার সাইফুল্লা খালেদ মঞ্চে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম। কংস থিয়েটারের সভাপতি মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লুৎফুর রহমান চঞ্চল, আওয়ামীলীগের সভাপতি খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা প্রমুখ।
পরে কংস থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামলের রচনা ও নির্দেশনায় কংস থিয়েটারের অভিনেতাদের অভিনয়ে মঞ্চস্থ হয় নাটক চিটার।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ